চট্টগ্রাম: সরকারের বিরুদ্ধে তারেক জিয়া আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
শনিবার (১ জানুয়ারি) দুপুরে নগর আওয়ামী লীগের কার্যালয়ে ৩৭ নম্বর মুনিরনগর ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক সৌজন্য সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কোনো রাজনৈতিক ইস্যু ছাড়া বিএনপি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা রকম অর্বাচীন উক্তি করছে। একজন দণ্ডপ্রাপ্ত আসামী হয়েও খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন ইকবাল, কার্যনির্বাহী সদস্য গোলাম মোহাম্মদ চৌধুরী, খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. হোসেন হীরণ, ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক কাউন্সিলর আব্দুল মান্নান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমআই/টিসি