চট্টগ্রাম: হালদা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত হালদার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অভিযানে হালদা নদীর উত্তর মাদার্শা অংশের আমতুয়া পয়েন্ট থেকে ২টি, রামদাশ হাট স্লুইচ গেট থেকে ১টি ঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের দৈর্ঘ্য ২ হাজার মিটার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আইডিএফ মৎস্য অফিসার ও উত্তর মাদার্শার গ্রাম পুলিশ সদস্যরা।
ইউএনও শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থানে তৎপরতা চালিয়ে উল্লিখিত দুটি পয়েন্টের জাল উদ্ধার করা হয়।
হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রায় প্রতিদিনই বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের অভিযান ও নজরদারি রয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ০২ জানুয়ারি, ২০২২
বিই/এসি/টিসি