চট্টগ্রাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয় গত ডিসেম্বর মাসে অভিযান চালিয়ে ১২১ জনকে গ্রেফতার ও লক্ষাধিক ইয়াবা জব্দ করেছে।
রোববার (২ জানুয়ারি) দুপুরে বাংলানিউজকে এ তথ্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
তিনি বলেন, ডিসেম্বর মাসে মোট ৫৩৮টি অভিযান চালিয়ে ১২১ জনকে গ্রেফতার করা হয়েছিল। ১০৩টি মামলায় ১ লাখ ৩৮ হাজার ৬৮ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এমআই/এসি/টিসি