ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অর্থঋণ মামলায় ব্যবসায়ী কারাগারে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
অর্থঋণ মামলায় ব্যবসায়ী কারাগারে  প্রতীকী ছবি

চট্টগ্রাম: মেসার্স আব্দুল গাফফারের মালিক আব্দুল গাফফারকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। রোববার (২ জানুয়ারি) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, হাবিব ব্যাংক লিমিটেড আগ্রবাদ শাখার ২ কোটি ৪২ লাখ ৫১ হাজার ২৭ টাকার দাবিতে মামলাটি করা হয়। অর্থঋণ মামলা নম্বর ২০১/১৩।

রায় হয়েছে ২০১৫ সালের ২৫ মার্চ। জারি মামলা নম্বর ৫৭/১৯।  

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, হাবিব ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার মামলার ওয়ারেন্ট মূলে
ব্যবসায়ী আব্দুল গাফফার শনিবার (১ জানুয়ারি) গ্রেফতার করে পুলিশ। রোববার আদালতে হাজির করা হলে জামিন আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে  ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন। তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।