চট্টগ্রাম: সীতাকুণ্ডে তেলবাহী একটি ট্যাংকার থেকে কম্বল মোড়ানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বটতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নুরুল ইসলাম নামের ওই যুবক ফেনীর সোনাগাজী উপজেলার মহেশ্বর গ্রামের বদিয়াল জামালের ছেলে।
কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আব্দুল্লাহ বাংলানিউজকে বলেন, তেলের ট্যাংকারবাহী ট্রাকটি সীতাকুণ্ড ফিলিং স্টেশনে ছিল। কম্বল মোড়ানো অবস্থায় মরদেহ দেখে ফিলিং স্টেশনের কর্মচারীরা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। চালক পলাতক থাকায় কোনও তথ্য পাওয়া যায়নি। দেখে মনে হয়েছে, দুর্ঘটনাজনিত মৃত্যু৷ মরদেহের ময়না তদন্ত করা হবে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআর/এসি/টিসি