চট্টগ্রাম: লুটপাট, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাম বিকল্প গড়ার আহ্বানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন শুরু হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে নগরের চেরাগি পাহাড় চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম।
তিনি বলেন, আমাদের কমিউনিস্ট পার্টির রাজনীতি ব্রিটিশ আমল থেকে হিসাব করলে একশ’ বছর হয়েছে। এর মধ্যে অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে হাজার হাজার কমরেড প্রাণ দিয়েছেন।
জাতীয় পতাকা উত্তোলন করেন কমরেড মো. শাহ আলম। সংগঠনের পতাকা উত্তোলন করেন সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহা। মঞ্চে ছিলেন সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড আবদুল্লাহ আল ক্বাফী রতন ও সদস্য কমরেড মৃণাল চৌধুরী।
জাতীয় ও আন্তর্জাতিক সংগীত পরিবেশন করেন সিপিবি জেলা শাখার সাংস্কৃতিক বিভাগের শিল্পীরা। সঞ্চালনা করেন সিপিবি জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক মো. জাহাংগীর।
উদ্বোধনের পর মোমিন রোডের মৈত্রী ভবন মিলনায়তনে সাংগঠনিক অধিবেশন শুরু হয়।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এআর/এসি/টিসি