ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেক ক্যান্টিন ও কাচ্চি ডাইনকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
চমেক ক্যান্টিন ও কাচ্চি ডাইনকে জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

চট্টগ্রাম: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম মেডিক্যাল কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী ক্যান্টিনকে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। চকবাজার-অলিখাঁ মসজিদ এলাকার কাচ্চি ডাইন আউটলেটকে খাদ্যে অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 

একই এলাকার বনফুল আউটলেটকে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৫ হাজার টাকা এবং জাহানারা ফুডসকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণের দায়ে ৬ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সিএমপির সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

 

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো দিদার হোসেন এ অভিযান প‌রিচালনা ক‌রেন।

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানিয়েছেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।