ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে দুদকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
চমেক হাসপাতালে দুদকের অভিযান ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ফার্মেসিতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে হাসপাতালের ফার্মেসিতে এ অভিযান শুরু করে সংস্থাটি ৪ সদস্যের টিম।

জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ১০৬ নাম্বারে ফোন করে এক গ্রাহক অভিযোগ করেন।

এ অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে দুদক চট্টগ্রাম কার্যালয়-১ এর কর্মকর্তারা।

এ অভিযানের নেতৃত্বে আছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর উপপরিচালক মো. নাজমুছ সাদাত, উপ পরিচালক আবু সাঈদ, সহকারী পরিচালক এনামুল হক, কনস্টেবল মো. ইমরান হোসেন।

এর আগে ৭ ফেব্রুয়ারি ওষুধ চুরির অপরাধে চমেক হাসপাতালের দুই কর্মচারীকে আটক করে পুলিশ। এ ঘটনায় গঠন করা হয় তদন্ত কমিটি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।