ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল (৩২) নামে এক চালক নিহত হয়েছেন।  
শুক্রবার (১১ মার্চ) ভোর ৪টার দিকে জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল গাইবান্ধা জেলার পলাশ বাড়ি উপজেলার দুলালের ছেলে বলে জানা গেছে।  

নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল নামে এক চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক দুইটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।