ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘শুধু ভোগ্যপণ্যের বাজার নয়, পার্লামেন্টও সিন্ডিকেটের দখলে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
‘শুধু ভোগ্যপণ্যের বাজার নয়, পার্লামেন্টও সিন্ডিকেটের দখলে’

চট্টগ্রাম:  গণবিরোধী সরকার আরও অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে ভোক্তা ও জনগণের পকেট কাটা হচ্ছে। চাল-ডাল-তেল-চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার সিন্ডিকেটের দখলে।

আইনশৃঙ্খলা বাহিনী সিন্ডিকেটের দখলে। পার্লামেন্টও সিন্ডিকেটের দখলে চলে গিয়েছে বলে মন্তব্য করেছেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা মো. শাহআলম।

শনিবার (১২ মার্চ) বিকেলে নগরীর সিনেমা প্যালেসের মোড়ে সিপিবি চট্টগ্রাম জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিন্ডিকেট ও লুটপাটের ধাক্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে। আবার এ দ্রব্যমূল্য বৃদ্ধি আর জনগণের দুর্ভোগকে পুঁজি করে বিএনপি রাজনৈতিক খেলায় মেতে ফায়দা লুটার চেষ্টা করছে।

সিপিবি নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামী ২৮ মার্চ অর্ধদিবস হরতালে বিএনপি’র সমর্থন দেয়া প্রসঙ্গ টেনে শাহআলম বলেন, আমরা বিএনপির সমর্থন চাইনি। বাম জোটের হরতালে কেন আপনারা সমর্থন দিচ্ছেন।  

তিনি বলেন, বিএনপি আমাদের কাঁধে বন্দুক রেখে শিকার করতে চাইছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে যখন জনগণের নাভিশ্বাস উঠেছে তখন জনগণের দুর্ভোগকে পুঁজি করে বিএনপি রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। বাম জোটের হরতালে সমর্থন দিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে।  

সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা’র সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কানাই লাল দাশ, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, মছিউদ-দৌলা, কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সীতাকুণ্ড উপজেলা সভাপতি জহির উদ্দিন মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।