ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘দায়িত্ব পালনের মাধ্যমে শুদ্ধাচার চর্চা ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব’ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
‘দায়িত্ব পালনের মাধ্যমে শুদ্ধাচার চর্চা ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব’  বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।

চট্টগ্রাম: স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীর ওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে শুদ্ধাচার চর্চা ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।  

বাংলাদেশ চা বোর্ডের সভাকক্ষে বৃহস্পতিবার (৩১ মার্চ) ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 
 
তিনি বলেন, সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে।

প্রশিক্ষণে বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী ও সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার নানা বিষয়ে নিয়ে সেশন পরিচালনা করেন।

বাংলাদেশ চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমীন কোর্স পরিচালক এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম খান প্রশিক্ষণে কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন। চা বোর্ডের ২০২১-২২ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার কর্মকৌশল বাস্তবায়নের অংশ হিসেবে বোর্ডের ৩৬ কর্মকর্তা ও কর্মচারী প্রশিক্ষণে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।