ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে সোয়া ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মে ২৯, ২০২২
শাহ আমানতে সোয়া ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক ...

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ২৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

 

রোববার (২৯ মে) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন কাস্টমসের ডেপুটি কমিশনার মো. নিয়ামুল হাসান।

তিনি জানান, স্ক্যানিংয়ের সময় ওই যাত্রীর লাগেজে ধাতব বস্তুর অস্তিত্ব দেখা যায়।

এরপর তাকে চ্যালেঞ্জ লাগেজে তল্লাশি চালিয়ে চার্জার লাইট, টর্চ ও ইস্ত্রির ভেতর লুকানো স্বর্ণবারগুলো পাওয়া যায়।  

এ ঘটনায় ১৯৬৯ সালের কাস্টমস আইনসহ প্রযোজ্য অন্যান্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ২৯, ২০২২
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।