ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজার মহাসড়কে ১১টি সিএনজি জব্দ, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, মে ৩০, ২০২২
কক্সবাজার মহাসড়কে ১১টি সিএনজি জব্দ, জরিমানা ...

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার ওপর দিয়ে যাওয়া ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ১১টি সিএনজি অটোরিকশা জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।  

সোমবার (৩০ মে) বিকেল ৩টার দিকে মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার আটকের অভিযান চালায় উপজেলা প্রশাসন।

চন্দনাইশ পৌরসভা ও হাশিমপুর ইউনিয়নে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।  

পরে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে আটক প্রতিটি সিএনজি অটোরিকশাকে ২ হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাংলানিউজকে বলেন, মহাসড়কে দ্রুত এবং ধীরগতির বাহন একসঙ্গে চলাচল সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কে যাতে সিএনজি চালিত অটোরিকশা চলতে না পারে সেজন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এ ধরনের যানবাহন ঝুঁকিপূর্ণভাবে মহাসড়কে চলাচল করছে। তাই চন্দনাইশ উপজেলা প্রশাসন কর্তৃক মহাসড়কে থ্রিহুইলার সিএনজি অটোরিকশা চলাচল রোধে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হবে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মে ৩০, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ