ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুন ২৭, ২০২২
শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ  ...

চট্টগ্রাম: যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের উচ্চকন্ঠ সাহসিকা শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২৬ জুন) বিকেলে সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট সাইফুন নাহার খুশীর সঞ্চালনায় নগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরী বাবুল।

প্রধান বক্তা ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

আলোচনায় অংশ নেন আবদুল মালেক খান, কামাল উদ্দিন, রাজীব চন্দ, দীপন দাশ, নবী হোসেন সালাউদ্দিন, শীলা চৌধুরী, কোহিনুর আকতার, আশরাফুল ইসলাম, এস এম রাফি, তারেক উদ্দিন, মোহাম্মদ এরশাদ, প্রদীপ দাশ প্রমুখ।

 

প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের কাছে জাহানারা ইমাম দেশপ্রেম, ত্যাগ ও সংগ্রামের এক অনন্য প্রেরণার উৎস হিসেবে আজও অবিস্মরণীয়। তাঁর সাহসী ভূমিকা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করেছে। তিনি বাঙালির মানসপটে চিরভাস্বর হয়ে থাকবেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ২৭, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ