ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে দিনব্যাপি তরুণ উদ্যোক্তা মেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ২৮, ২০২২
সিআইইউতে দিনব্যাপি তরুণ উদ্যোক্তা মেলা

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে তরুণ উদ্যোক্তা মেলা।  

মঙ্গলবার (২৮ জুন) নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাব এ মেলার আয়োজন করে।

‘স্পার্কলিং এন্টারপ্রেনার’ শিরোনামে আয়োজিত এ মেলা চলে দিনব্যাপি।

এতে সিআইইউর তরুণ উদ্যোক্তারা নিজেদের প্রস্তুতকৃত সামগ্রী ও উপকরণ নিয়ে মেলায় হাজির হন।

 

অনুষ্ঠানে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, এই ধরণের আয়োজন আগামী দিনের উন্নত দেশ গড়তে আমাদের তরুণদের অনেক বেশি অনুপ্রেরণা জোগাবে। তাদের সৃজনশীল উদ্যোক্তা হয়ে অর্থনীতিতে বড় অবদান রাখার পথ দেখাবে।  

অনুষ্ঠানের আয়োজক আইএমসি ক্লাবের ফ্যাকাল্টি ইনচার্জ ড. রোবাকা শামসের বলেন, কেবল কেনাবেচার জন্যই এই মেলার আয়োজন করা হয়নি। তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক নানা বিষয়ের সঙ্গে পরিচয় ঘটাতে আমরা এমন উদ্যোগ নিয়েছি।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব ল’র সহকারি ডিন মোহাম্মাদ বেলায়েত হোসেন প্রমুখ।  

মেলায় পণ্যের গুণগতমানের বিষয়টি বিবেচনা করে ফুডিজ এবং ফ্যাবুলাস থ্রি নামের দুটি স্টলকে সেরা হিসেবে ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এমআর/টিসি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ