ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পাঁচলাইশে দুই ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, আগস্ট ১৭, ২০২২
পাঁচলাইশে দুই ছিনতাইকারী গ্রেফতার ...

চট্টগ্রাম: রাস্তা অবরোধ করে রিকশাযাত্রীর কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।  

বুধবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর মাজার গেটের মুখে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, সাকিল নামের এক যুবক বিকেল ৩টার দিকে পাঁচলাইশ মডেল থানাধীন মোহাম্মদপুর মাজার গেটের মুখে ফ্লাইওভারের নিচে রিকশা থেকে নামেন। এ সময় মো. রাজু (২৬), শরাফত আমিন (২৫), মো. আরমান (৩০) নামের ছিনতাইকারীরা তার পথরোধ করে।

পরে ছিনতাইকারীরা সাকিলকে ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে মোবাইল, টাকা হাতিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে ছিনতাইকারীদের ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। এ সময় একজন পালিয়ে গেলেও বাকিদের ধরতে সক্ষম হয় তারা।  

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার বাংলানিউজকে বলেন, ঘটনার খবর শুনে পাঁচলাইশ থানার একটি টিম ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের গ্রেফতার করে৷ পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।