ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এডিস মশা: ৭ ভবন মালিককে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এডিস মশা: ৭ ভবন মালিককে জরিমানা চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

চট্টগ্রাম: ছাদ বাগানের ফুলের টপ ও নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার বংশ বিস্তারে সহায়ক জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ৭ ভবন মালিককে জরিমানা করা হয়েছে।  

সোমবার (১৯ সেপ্টেম্বর) নগরের মেহেদিবাগ ও চট্টেশ্বরী রোডে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং উত্তর পাহাড়তলী জালালাবাদ হাউজিং ও পাহাড়তলী রেলওয়ে হাউজিং এলাকায় স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এ অভিযান পরিচালনা করেন।

 অভিযানে ৭ ভবন মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জমাট পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এবং ভবিষ্যতে পানি জমা থাকলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য কঠোরভাবে ভবন মালিকদের নির্দেশনা দেওয়া হয়।

 

অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা দেন।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।