ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, অক্টোবর ৪, ২০২২
কর্ণফুলী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

চট্টগ্রাম: কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশের সদস্যরা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে কোতোয়ালী থানাধীন কর্ণফুলী নদীর ২ নম্বর মুরিং বয়ার সঙ্গে আটকে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।  

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ একরাম বাংলানিউজকে বলেন, নজরুল ইসলাম নামের এক ব্যক্তি ৯৯৯ এর মাধ্যমে নৌ পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল প্রেরণ করে। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের জন্য পিবিআই ও সিআইডিকে বলা হয়েছে।  

তিনি আরও বলেন, মরদেহটি অর্ধগলিত ও অজ্ঞাত পুরুষের। বয়স অনুমান ৩৫। জিন্সের প্যান্ট পরিহিত। চেক গেঞ্জি, হাফ হাতাকালো বেল্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।