ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জরিমানা  ...

চট্টগ্রাম: হাটহাজারীতে অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৪ ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (৩১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম ফতেয়াবাদ এলাকার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার অধিকাংশ ফার্মেসিতে অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। অনিবন্ধিত ইনসুলিন ও বিক্রির অযোগ্য ওষুধ সংরক্ষণ করতেও দেখা যায়।

এসব অভিযোগের ভিত্তিতে বিসমিল্লাহ ফার্মেসিকে ৫ হাজার টাকা, মোজাম্মেল মেডিক্যাল হলকে ২৫ হাজার টাকা, লাকি মেডিক্যাল হলকে ১০ হাজার ও মাদার্শা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে প্রসিকিউটর হিসেবে সহযোগিতা করেন ঔষধ প্রশাসনের চট্টগ্রাম জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মো. সাখাওয়াত হোসেন রাজু। এসআই প্রদীপ চন্দ্রের নেতৃত্বে হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, জনদুর্ভোগ ও ভোক্তা অধিকার সংক্রান্ত সব বিষয় আমরা কঠোরভাবে মনিটরিং করছি। এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্যারের নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যে হাটহাজারীর বিভিন্ন ফার্মেসিতে অভিযান চলমান রয়েছে। হাটহাজারীর বিভিন্ন ফার্মেসিতে মানসম্মত ঔষধ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের মনিটরিং অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।