ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কাটার দায়ে ইউপি সদস্যকে ২ লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
পাহাড় কাটার দায়ে ইউপি সদস্যকে ২ লাখ টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: বাঁশখালীতে পাহাড় কাটার দায়ে শের আলী নামে সাবেক এক ইউপি সদস্যকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

 

সোমবার (৩১ অক্টোবর) রাতে পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়ার ভিলেজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।

তিনি বলেন, পাহাড় কাটার খবর পেয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুঁইছড়ি ইউনিয়নের ভিলেজারপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় পাহাড়কাটার সঙ্গে সাবেক ইউপি সদস্য শের আলীর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পাশের একটি ছড়া থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।