ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইআইইউসিতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু মেমোরিয়াল লেকচার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
আইআইইউসিতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু মেমোরিয়াল লেকচার 

চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল লেকচার।

সোমবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ লেকচার অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার ফর ইসলাম অ্যান্ড ইন্টার-রিলিজিয়াস ডায়লগ (বিআরসিআইআইডি) এর আয়োজন করে।   

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভি এমপি এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ কলেজ অব ইসলামিক স্ট্যাডিজের ডিন ও আস-সালাম ইন্সটিটিউটের পরিচালক ড. আকরাম নদভী।

ড. মোহাম্মদ আকরাম নদভী বলেন, ‘মূলত হাদিস শাস্ত্র মানব সৃষ্ট নয়, যেমনটি প্রাচ্যবিদগণ প্রচার করতে চান। হাদিস বিষয়ক জ্ঞান যারা হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছেন এমন আলেমদের কাছ থেকে নিতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা অনেকেই হয়তো জানি না, লিখিত রূপে হাদিস সংকলন সাহাবীদের সময় থেকেই শুরু হয়েছিল। হাদিস বুঝার ক্ষেত্রে রাসুল (সা)-এর সীরাত চর্চার গুরুত্বও তুলে ধরেন তিনি।  

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মছরুরুল মওলা, ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ হুমায়ূন কবির, ফ্যাকাল্টি অব শরীয়াহ অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজের ডিন অধ্যাপক ড. সাকের আলম সউক, ফ্যাকাল্টি অব সায়ন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আকতার সাঈদ এবং রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরসিআইআইডি’র পরিচালক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম। অনুষ্ঠান পরিচালনা করেন নবনিযুক্ত প্রক্টর এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইফতেখার উদ্দিন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।