ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জিপিএইচ ইস্পাতের প্ল্যান্ট পরিদর্শনে টাটা স্টিল ডেলিগেশন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
জিপিএইচ ইস্পাতের প্ল্যান্ট পরিদর্শনে টাটা স্টিল ডেলিগেশন

চট্টগ্রাম:  জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি সমৃদ্ধ প্ল্যান্ট পরিদর্শন করেছেন টাটা স্টিল ডেলিগেশনের সদস্যরা।  

মঙ্গলবার (১ নভেম্বর) দিনব্যাপি চট্টগ্রামের কুমিরায় জিপিএইচ ইস্পাতের প্ল্যান্ট পরিদর্শন করে টাটা স্টিলের হেড অব ইঞ্জিনিয়ারিং (ষ্টীল মেকিং) সন্তোষ কুমার মৌরয়ার নেতৃত্বে একটি টিম।

 

এসময় তাদের স্বাগত জানান জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। তিনি বলেন, জিপিএইচ দেশী বিদেশীদের কাছে অনুকরণীয় বলেই এশিয়াখ্যাত টাটা ষ্টীল প্রতিনিধিদল আমাদের প্ল্যান্ট সফর করায় নিজেদের সৌভাগ্যবান মনে করছি।

টাটার প্রতিনিধিদল স্ক্র্যাপ প্রকিউরমেন্ট, অক্সিজেন প্ল্যান্ট, পরিবেশ সহ এই ইন্টিগ্রেটেড প্ল্যান্টের সার্বিক বিষয়ে অবহিত হন।  

কিভাবে জিপিএইচ সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে বিশ্বমানের ইস্পাত সামগ্রী তৈরি করছে তার অভিজ্ঞতা নিতে এসেছে বলে জানান টাটা স্টিলের হেড অব ইঞ্জিনিয়ারিং (ষ্টীল মেকিং) সন্তোষ কুমার মৌরয়া।

মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন টাটা স্টিল লিমিটেডের সিনিয়র ম্যানেজার (মিলস) ইঞ্জিনিয়ার শ্যাম্পু কুমার, সিনিয়র ম্যানেজার (ডিঅ্যান্ডই) স্ট্রাকচারাল ত্রিদিপ মন্ডল, সিনিয়র ম্যানেজার (এসএমএলপি) কৃষ্ণা মুরারি চৌবে, প্রাইমেটালস অস্ট্রিয়ার ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল বিজনেস ইউনিট) জোসেফ গালেটনার এবং প্রাইমেটালস অস্ট্রিয়ার ভাইস প্রেসিডেন্ট (প্ল্যান্ট সলিউশনস) স্টেফান ফেলনার, প্রাইমেটালস ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট (প্রজেক্টস) দিলিপ সরকার, প্রাইমেটালস ইউএসএ (বিআইডি প্রজেক্ট) ম্যানেজার পিটার কেইজার, জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (সেলস এন্ড মার্কেটিং) শোভন মাহবুব শাহাবুদ্দীন, নির্বাহী পরিচালক (প্ল্যান্ট) মাদানী এম ইমতিয়াজ হোসেন, মিডিয়া এডভাইজার অভীক ওসমান এবং হেড অব প্ল্যান্ট ড. এস এম সুমন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।