ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, কর্ণফুলীতে আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, কর্ণফুলীতে আটক ৩ ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার বড় উঠানে নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় তিনজনকে আটক করেছেন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ।  

বুধবার (২ নভেম্বর) সকালে তাদের আটক করে জরিমানা আদায় করা হয়।

পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।  

আটককৃতরা হলেন- কর্ণফুলী উপজেলার দৌলতপুরের আমিনুল হকের ছেলে মো. মোরশেদুল ইসলাম, স্বামীপুরের রাজ্জাকপাড়ার আবু তাহেরের ছেলে মো. কাওসার এবং শিকলবাহা ৯ নম্বর ওয়ার্ডের মৃত শাহ আলমের ছেলে সালাউদ্দিন মন্ডল।

 

দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় ৩ জনকে আটক করা হয়। পরে তাদের জরিমানা করে এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।