ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চারুকলা ইনস্টিটিউটের প্রধান ফটকে শিক্ষার্থীদের তালা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
চারুকলা ইনস্টিটিউটের প্রধান ফটকে শিক্ষার্থীদের তালা  ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৬ নভেম্বর) সকালে ইনস্টিটিউটের ফটকে তালা দিয়ে আন্দোলন শুরু করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের একমাত্র দাবি চারুকলা ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরিয়ে নিতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে সুযোগ সুবিধা আছে তা আমরা পাচ্ছি না।

তাছাড়া এখানকার বেশিরভাগ অবকাঠামো ব্যবহার অনুপযোগী। এখানকার শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করছে।  

তারা আরও বলেন, ১৫ দিন ধরে আমাদের আন্দোলন চলছে। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে, ততক্ষণ আন্দোলন চলবে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১৫ দিন ধরে বন্ধ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম। এর ফলে স্থবির হয়ে পড়েছে অ্যাকাডেমিক সব কার্যক্রম। শিক্ষার্থীরা আন্দোলন করলেও প্রশাসনের কোনও কর্মকর্তাকে সেখানে দেখা যায়নি।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।