ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় যেতে পারে বাংলাদেশের মোহামেডান ক্লাব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জুন ৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  রাজ্য সফরে আসতে পারে বাংলাদেশের মোহামেডান ক্লাব। রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে এমনই খবর।



জানা গেছে, বাংলাদেশের মোহামেডান ক্লাব ৭-৯ জুনের মধ্যে আগরতলায় আসতে ইচ্ছুক। তারা ত্রিপুরা একাদশের সঙ্গেও ম্যাচ খেলবে।

মোহামেডান ক্লাব আগরতলা সফরে এলে বহু দিন পর কোনো বিদেশি দল রাজ্যে পা রাখবে।

গত ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত বাংলাদেশ সফরে গিয়েছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। সে সময় তিনি গিয়েছিলেন, মতিঝিলের মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিদর্শনে।

সেখানে ত্রিপুরার মন্ত্রীকে স্বাগত জানান ক্লাবের কর্মকর্তা লোকমান হোসেন। উপস্থিত ছিলেন ক্লাবের অন্য সদস্যরাও। আলোচনায় উঠে আসে দু’দেশের ক্রীড়া সম্পর্ক উন্নয়নের কথাও।

বাংলাদেশ সময় : ১২১৬ ঘণ্টা, জুন ০৬, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।