ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নয়াদিল্লি কলকাতা

ঝাড়খন্ড শিক্ষামন্ত্রীর একি হাল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জুন ৭, ২০১২

কলকাতা : তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী। আর তারই ছেলে-মেয়ে কিনা পরপর ২ বার উচ্চমাধ্যামিক পরীক্ষায় ফেল করল! বেশ চটে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে একাডেমী কাউন্সিলের চেয়ারম্যানের অপসারণ দাবি তুললেন তিনি।

আর তা না হলে নিজেই পদত্যাগ করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী বৈদ্যনাথ রাম।

রাজ্যের শিক্ষামন্ত্রীর দুই ছেলে-মেয়ে প্রভাত ও পুণম লাগাতার দু’বছর ধরে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশ করতে পারেনি৷ আর নিজের পুত্র-কন্যার এই টানা ফেলেই ক্ষিপ্ত রাজ্যের শিক্ষামন্ত্রী।

ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের সভাপতি অবশ্য পাল্টা প্রশ্ন তুলেছেন, সব ছাত্র যখন পাস করেছে। তখন খোদ শিক্ষামন্ত্রী কী করে নিজের ছেলে-মেয়ের অকৃতকার্য হওয়ার জন্য তার দিকে অভিযোগ তুলছেন?

এদিকে, ছেলে-মেয়ের অকৃতকার্য হওয়ার খবর পাওয়ার পর থেকে যাবতীয় সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়াও বন্ধ করে দিয়েছেন  শিক্ষামন্ত্রী বৈদ্যনাথ ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডাকে চিঠি দিয়ে ১৫ জুনের মধ্যে এর বিহিত করারও আর্জি জানিয়েছেন তিনি৷

বাংলাদেশ সময় : ১০০০ ঘণ্টা, জুন ০৭, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুমে এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।