ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বজ্রপাতে ৫ জন নিহত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুন ৭, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বীরভূম জেলার দুবরাজপুরের পারাগ্রামে বজ্রপাতে নিহত হয়েছেন ২ জন।



স্থানীয় সূত্রে জানা গেছে, পারাগ্রামে পুকুর খননের কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। সেই সময় বজ্রপাতে ২ জন ঘটনাস্থলে নিহত ও ৫ জন আহত হন।

আহতদের মানসাহেব হাসপাতাল ও সিউরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে একই জেলার পুরুই থানার পলশা গ্রামে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আহতদের বোলপুর মহকূমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে বজ্রপাতে এক যুবকের নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় : ১৪০৫ ঘণ্টা, জুন ০৭, ২০১২
আরডি/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।