ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুদিন ধরে বৃষ্টি চলবে কলকাতায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
দুদিন ধরে বৃষ্টি চলবে কলকাতায়

কলকাতা: বৃষ্টিতে ভিজছে কলকাতাসহ রাজ্যের দক্ষিণের জেলাগুলো। বলতে গেলে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বৃষ্টি হচ্ছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোয়।

শুক্রবার (২৫ আগস্ট) সকালেও বিরাম নেই।

এদিন মূলত আকাশ মেঘলা। টানা বৃষ্টি হয়ে চলেছে। কখনও ঝিরিঝিরি, কখনও ভারী বৃষ্টি চলছে শহরজুড়ে। এর জেরে রাজ্যটির নিরিখে সপ্তাহের শেষ দিনে অফিস টাইমে ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। কলকাতায় ধীর গতিতে চলছে গাড়ি। কোনো কোনো সড়কে পানি জমেছে সামান্য।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার দরুন শনিবার (২৬ আগস্ট) পর্যন্ত চলবে এমনই অবস্থা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আভাস রয়েছে কলকাতায়। এর জেরে তাপমাত্রা কিছুটা কমবে। রোববার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবারের পর কয়েকদিন বৃষ্টির আভাস নেই।

শুক্রবার ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বেশি হতে পারে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ।  

অন্যদিকে, রাজ্যটির উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ অক্ষরেখার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। সেখানকার জেলাগুলোয় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। শনিবারও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০২৩
ভিএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।