ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিকিমে ফের ভূমি ধস, নিহত ৭

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জুন ৮, ২০১২

শিলিগুড়ি: ভারতের উত্তর-পূর্বের রাজ্য সিকিমে ফের ভূমি ধসে ৭ জন নিহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৪টা নাগাদ গ্যাংটক থেকে প্রায় ৭৬ কি.মি. দূরে পূর্ব সিকিমের রংলিপের রোলেপ গ্রামে ধস নামে।

ধসের কবলে পড়ে ঘুমিয়ে থাকা অবস্থায় একই পরিবারের ৪ জন সহ ৭ জন নিহত হয়েছেন।

গুরুতর জখম হয়েছেন আরও ৭ জন। ধসে প্রায় ১০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরই সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করে।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবারের লোকেদের দেড় লাাখ রুপি করে অর্থ সাহায্য দেওয়া হবে। এদিনই ঘটনাস্থল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী পবন চামলিং।

উল্লেখ্য, কিছুদিন আগেই পূর্ব সিকিমে ধস নেমে প্রায় ৬ হাজার পর্যটক আটকে পড়েছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ৮, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।