ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

হুগলীতে কংগ্রেস কর্মী খুনকে ঘিরে উত্তেজনা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, জুন ১৮, ২০১২

কলকাতা: কংগ্রেস কর্মী খুন হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলির গুরাপে। রোববার রাতে স্থানীয় বাসিন্দা রবীন ঘোষকে একদল দুর্বৃত্ত কুপিয়ে খুন করে।



রবীন ঘোষের পরিবার জানিয়েছে, রোববার রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বাজারে গিয়েছিলেন রবীনবাবু। বেশ রাত হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পুলিশে খবর দেওয়া হয়। সেই সঙ্গে স্থানীয় কয়েকজনকে নিয়ে তারা খোঁজাখুঁজি শুরু হয়।

রাত দেড়টা নাগাদ তার বাড়ির কিছু দূরে নারায়ণপুর শ্মশানের কাছে ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। তার লাশ উদ্ধারের পরই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। সোমবার সকাল পর্যন্ত লাশ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় লোকজন। অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানায় তারা।

পরে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কংগ্রেসের পক্ষ থেকে এটিকে ‘রাজনৈতিক খুন’ বলে অভিযোগ জানানো হয়েছে। মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুন ১৮, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।