ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতা-বিজেপির অনুরোধেও প্রণবের বিপক্ষে কালামের না

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুন ১৮, ২০১২
মমতা-বিজেপির অনুরোধেও প্রণবের বিপক্ষে কালামের না

নয়াদিল্লি: তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আর বিজেপির বার বার অনুরোধে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি পদে দাঁড়াতে চাইলেন না এপিজে আবদুল কালাম।

সোমবার রীতিমতো বিবৃতি দিয়ে ভারতের এই সাবেক রাষ্ট্রপতি জানিয়ে দিলেন তিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হচ্ছেন না।



এদিন পছন্দের প্রার্থী এপিজে আবদুল কালামের হয়ে আসরে নেমে পড়ে বিজেপি। ভোটে দাঁড়াতে রাজি করাতে বিজেপি শীর্ষ নেতা খোদ লালকৃষ্ণ আদভানি ফোন করেন কালামকে।

তার আগে এদিনই বিজেপির অপর নেতা সুধীন্দ্র কুলকার্ণী দুই বার কালামের সঙ্গে বৈঠক করেন। জানা যায়, কালাম আগের অবস্থান থেকে সামান্য হলেও সরে এসেছেন। এই অবস্থায় রাষ্ট্রপতি পদে অপর প্রার্থী সাংমাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকতে বিজেপির তরফ থেকে বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে।

এর আগে এদিন সকাল থেকেই কালামকে রাজি করাতে বিজেপির শীর্ষ নেতারা দফায় দফায় নিজেদের মধ্যে আলোচনা চালায়। এদিন দুপুরে কালামের বাড়িতে হাজির হন সুধীন্দ্র কুলকার্ণী। সেখানে তাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা চলে।

এদিকে এদিন রাতেই ফের বসছে বিজেপির কোর কমিটির বৈঠক। পরবর্তী রাষ্ট্রপতি পদপ্রার্থী উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা বসছেন তারা।

অন্য প্রার্থী পিএ সাংমা আবার এদিন জানিয়ে দিয়েছেন, বিজেপি সর্মথন করলেই তিনি নির্বাচনে থাকবেন, নতুবা তিনি সরে দাঁড়াবেন।

অন্যদিকে নিজের আগের অবস্থান থেকে কিছুটা হলেও সরে এসেছেন জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রোববার পর্যন্ত তিনি পরিষ্কার জানিয়ে এসেছেন, প্রণব মুখোপাধ্যায়কেই তার দল সমর্থন করবে। এদিন অবশ্য নিজের অবস্থান থেকে সরে এসেছেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেডিইউ চাইছে আলোচনার মাধ্যমে রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচিত হোক। এর জন্য এনডিএ নিজেদের মধ্যে ফের বৈঠকে বসবে। যদিও প্রণব মুখার্জিকে সমর্থন করতে প্রধানমন্ত্রী আমাদের সাহায্য চেয়েছিল। তবে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ’

আবার অন্য একটি সূত্রে জানা গিয়েছে, শিবসেনাও সাংমাকে এই মুহূর্তে সমর্থন দিতে নারাজ। বিজেপি আগে তাদের প্রার্থী পদ ঘোষণা করুক। তার পরই শিবসেনা নিজেদের সমর্থনের কথা জানাবে বলে জানা যাচ্ছে।

রাইসিনা হিলের দৌড়ে ফের একবার রাজধানীর রাজনৈতিক অলিন্দ সরগরম হয়ে ওঠলে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হচ্ছেন তা একেবারে নিশ্চিত হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুন ১৮, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।