ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা মেয়রের বিরুদ্ধে অনশনে কংগ্রেস কাউন্সিলর

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুন ১৮, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দুই শরিকের বিবাদ এখন তুঙ্গে। এবার কলকাতা পৌরসভায় ফের প্রকাশ্যে এসেছে এ বিবাদ৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সোমবার অনশনে বসলেন কংগ্রেস কাউন্সিলর৷

পৌরসভার দেওয়া রেজিস্ট্রেশন নম্বর ছাড়া জন্মের নথিপত্র অবৈধ৷ কিন্তু, অভিযোগ রয়েছে, বিগত বাম পৌরবোর্ডের আমলে একাধিক ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই জন্মের নথিপত্র দেওয়া হয়েছে৷ আর তার জেরে, পরবর্তীকালে সেই সব শিশুরা স্কুলে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়ছেন৷

তৃণমূল-কংগ্রেস জোটের পৌরবোর্ড গঠনের পর মেয়র পারিষদ স্বাস্থ্যের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি অসিতকুমার বিশির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়৷

কিন্তু, গত সপ্তাহে হঠাৎই পৌর কমিশনার চিঠি দিয়ে কমিটি বন্ধ করার ঘোষণা করেন৷ এ সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার মেয়রের ঘরের সামনে অনশন শুরু করেন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়৷

তার অভিযোগ, কেলেঙ্কারির তদন্তে বর্তমান শাসক দলের ঘনিষ্ঠ উচ্চপদস্থ কর্তাদের নাম উঠে আসছে বলেই তদন্ত কমিটি বন্ধ করে দেওয়া হয়েছে৷

যেসব শিশুদের জন্মের নথিপত্রে পৌরসভার রেজিস্ট্রেশন নম্বর নেই বলে অভিযোগ উঠেছে, এদিন মেয়রের ঘরের সামনে তারাও বিক্ষোভ করে৷ মেয়র শোভন চ্যাটার্জি অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন৷

এদিকে কলকাতা মেয়রের দাবি, যেসব শিশুর জন্মের নথিপত্রে ত্রুটি রয়েছে, সেগুলি তারা ঠিক করে দেবেন৷

তবে ওই কংগ্রেস কাউন্সিলর সাফ জানিয়ে দিয়েছেন, ফের তদন্ত কমিটি না গঠন করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন৷

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ১৮, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।