ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আত্মসমর্পণের পরও তারা জঙ্গি কার্যক্রম চালাতেন!

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জুন ১৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা): আত্মসমর্পণকারী জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়ে বেশ কিছু আপত্তিকর সরঞ্জাম পেয়েছে পুলিশ। আত্মসমর্পণের পরও যে এরা জঙ্গি কার্যকলাপ চালিয়ে আসছিলেন তার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।



উল্লেখ্য, শনিবার রাতে ২৫ লখ টাকাসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছে কিছু কাগজ পত্র, পেনড্রাইভ, জঙ্গিদের চাঁদার নোটিশ প্রভৃতি পাওয়া গেছে। তারা আত্মসমর্পণকারী জঙ্গি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা ফের জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে জড়িয়ে পড়েছে। তাদের কাছে যে টাকা পাওয়া গেছে, তা তারা নিয়ে যাচ্ছিল জঙ্গি ডেরায়। টাকা নেওয়া হচ্ছিল অস্ত্র কেনার জন্য।

গ্রেফতারকুতরা হলেন- ধনু কলই, তার বোন রথশ্রী কলই এবং তাদের গাড়ি চালক বিশু কলই। তাদের সবার বাড়ি দক্ষিণ ত্রিপুরার তৈদুতে। একটি গাড়ি করে তারা জিরানীয়া থেকে তৈদুরের দিকে যাচ্ছিলেন।

সোমবার সারা দিন শ্যামলী বাজারের সরকারি আবাসে সকাল ১০টা থেকে আদালতের আনুমতি ক্রমে সেন্ট্রাল ডিএসপি রাজেন্দ্র দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই আত্মসমর্পনকারী জঙ্গিদের সরকারি  আবসনের তালা ভেঙে তল্লাশি শুরু করে।

প্রত্যক্ষ দর্শীদের অভিমত, এই আবাসগুলিতে রাতের আঁধারে লোকজন আনাগোনা করে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুন ১৯, ২০১২
টিসি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।