ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জিকে শিবসেনারও সমর্থন

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুন ১৯, ২০১২

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শিবিরে চরম অনিশ্চয়তার মধ্যেই প্রণব মুখার্জিকেই সমর্থনের কথা জানিয়ে দিয়েছে শিবসেনা।

মঙ্গলবার প্রণব মুখার্জি শিবসেনা প্রধান বাল ঠাকরের সঙ্গে ফোনে কথা বলেন।

এরপরই প্রণবকে সমর্থনের সিদ্ধান্ত নেয় শিবসেনা। এর আগে জেডিইউ প্রণব মুখার্জিকে সমর্থনের কথা জানিয়েছিল।

শিবসেনা প্রধান বাল ঠাকরে দলের মুখপত্র ‘সামনায়’ বলেছেন, রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জি যোগ্য প্রার্থী৷ দেশের স্বার্থেই তারা তাকে সমর্থন করছেন৷ রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করার জন্য এনডিএ’র হাতে যথেষ্ট সমর্থন নেই জেনেও বিজেপি এ ব্যাপারে যে অবস্থান নিয়েছে, তার সমালোচনা করেছেন ঠাকরে৷  

তিনি লিখেছেন, হাতে ঢাল, তরোয়াল নেই, তবুও লড়াইয়ে নেমেছে দল৷ বিজেপিকে নেতৃত্বকেও নাম না করে কঠোর ভাষায় কটাক্ষ করেছেন বাল ঠাকরে৷

অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত রণকৌশল স্থির করে উঠতে পারেনি বিজেপি। সোমবার রাতে নীতিন গড়কড়ির বাসভবনে কোর গ্রুপের বৈঠক শেষেও রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটি।

মূলত এপিজে আবদুল কালাম ও পি এ সাংমা, এনডিএ’র সম্ভাব্য প্রার্থী হিসেবে এ দু’জনের নাম এতোদিন শোনা যাচ্ছিল। এ পি জে আবদুল কালামের সঙ্গে টেলিফোনে কথা বলার পর বিজেপি’র লৌহপুরুষ বলে খ্যাত লালকৃষ্ণ আদভানি নিজের ঘনিষ্ঠ নেতা সুধীন্দ্র কুলকার্নিকে প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেও পাঠিয়েছিলেন।

কিন্তু কালাম এর পরই জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতির দৌঁড়ে তিনি নেই। এ অবস্থায় পি এ সাংমার প্রার্থীপদ বিবেচনা করে দেখতে পারে বিজেপি।

অন্যদিকে সাংমা প্রার্থী হচ্ছেন, কিনা তা নিয়ে জটিলতা কাটেনি। তার ওপরে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে শুধু এনডিএ নয়, বিজেপির অন্দরেও যথেষ্ট মতভেদ রয়েছে। এ অবস্থায় দলের অবস্থান ঠিক করতেই সোমবার রাতে ফের বৈঠকে বসেন বিজেপির শীর্ষ নেতারা।

সোমবার সকালেও এ ইস্যুতে এনডিএ বৈঠকে বসেছিল। সেই বৈঠকেও কোনো সিদ্ধান্ত হয়নি। এরপরই ফের বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় বিজেপির কোর গ্রুপ। সোমবার রাতে বিজেপি সভাপতি নীতিন গড়কড়ির বাসভবনে হয় এ বৈঠক।

এদিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী নিয়ে শরিকদের মধ্যে এ মতপার্থক্যের জেরে মঙ্গলবার বাতিল হয়ে যায় এনডিএ’র পূর্বনির্ধারিত বৈঠক৷ বুধবার সকাল এগারোটায় এ বৈঠক হবে৷

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।