ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রণবকে রাষ্ট্রপতি পদে সমর্থনের প্রশ্নে বিভক্ত বাম

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, জুন ২০, ২০১২

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জিকে সমর্থনের প্রশ্নে এখন কার্যত দ্বিধা বিভক্ত বাম শিবির৷ সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক সমর্থনে রাজি থাকলেও এখনও সর্মথনে নারাজ সিপিআই ও আরএসপি৷

এদিকে, মঙ্গলবার বামশিবির কাছে বিকল্প ৩টি নামের প্রস্তাব করেছে বামবুদ্ধিজীবীরা। এদিন তারা রাষ্ট্রপতি পদে ড. বিনায়ক সেন, ফলি এস নরিম্যান এবং রাজেন্দ্র সাচারের মতো ব্যক্তিদের রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে নাম অনুমোদনের আবেদন জানিয়েছেন।



বামপন্থী বুদ্ধিজীবীদের যুক্তি, আন্তর্জাতিক স্তরে এ মুহূর্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভারতের ভাবমূর্তি খুবই খারাপ। যে ৩ ব্যক্তির নাম রাষ্ট্রপতি পদে বিবেচনার জন্য বাম বুদ্ধিজীবী মহলে উঠেছে তাদের মধ্যে ডা. বিনায়ক সেন হলেন প্রখ্যাত চিকিৎসক ও মানবাধিকার কর্মী।  

দ্বিতীয় জন হলেন প্রখ্যাত আইনজীবী ফালি এস নরিম্যান ও সংবিধান বিশেষজ্ঞ। যাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার আর্জি জানিয়েছিল সোসাইটি অব ইন্ডিয়ান ল ফার্মস বা এসআইএলএফ এবং তৃতীয় জন হলেন রাজেন্দ্র সাচার। যিনি শুধু বিশিষ্ট বিচারপতিই নন, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন।

এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার বৈঠকে বসছে চার বাম দল। প্রয়াত জননেতা জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী পদে আটকে দেওয়া রাজ্যবাসীর ভাবাবেগ আজও তাড়িয়ে নিয়ে বেড়ায় সিপিএমের নেতাদের ৷ সেই একই প্রশ্ন এবার উঠতে পারে প্রণব মুখার্জিকে ঘিরে৷ স্বভাবতই সেই পুরনো অস্বস্তির মুখে পড়তে চায় না সিপিএম শীর্ষ নেতৃত্ব ৷

একই সঙ্গে এই ইস্যুতে কংগ্রেস-তৃণমূল দূরত্বকে কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করাও উচিত হবে না বলেই মনে করছেন তারা৷ আলিমুদ্দিনের নেতারা এরইমধ্যে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছেন প্রকাশ কারাটদের৷

আলিমুদ্দিনের নেতাদের মতোই ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব মনে করছে, বর্তমান পরিস্থিতিকে কাজে লাগানোর জন্য তৎপর হওয়া উচিত৷ ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ভূমিকার প্রকাশ্যে কড়া সমালোচনা করার পক্ষপাতী তারা।

উল্টো পথের শরিক অপর বাম দল সিপিআই৷ কিন্তু এই ইস্যুতে নিজেরাই মতবিরোধে জর্জরিত আরএসপি৷ রোববার চেন্নাইয়ে আরএসপির কেন্দ্রীয় কমিটির বৈঠকে মতবিরোধ চরমে ওঠায় তারা এখন বৃহস্পতিবারের বাম বৈঠকের দিকে তাকিয়ে৷ কিন্তু সিপিআই নেতৃত্বের সাফ কথা, কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কোনও কারণ তারা অন্তত খুঁজে পাচ্ছেন না ৷

এই অবস্থায়, আরএসপির মতো সিপিআই নেতৃত্বও এখন ২১ জুনের বৈঠকের গতিপ্রকৃতির দিকেই তাকিয়ে ৷

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, জুন ২০, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।