ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শামিম খানকে সংবর্ধনা দিল বাংলানিউজের কলকাতা ব্যুরো

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জুন ২০, ২০১২

কলকাতা : বাংলানিউজটোয়োন্টিফোর,কমের স্পেশাল করেসপন্ডেন্ট ও ডেপুটি চিফ অব করেসপন্ডেন্ট শামিম খানকে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা ব্যুরোর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

এদিন এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে বই,কলম ও ফুল তুলে দেন বাংলানিউজের কলকাতা ব্যুরো চিফ রক্তিম দাশ।

উপস্থিত ছিলেন বাংলানিউজের আগরতলা করেসপন্ডেন্ট তন্ময় চক্রবর্তী, বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট সেন্টু, দৈনিক আমাদের সময়ের কলকাতা প্রতিনিধি মৌসুমী দাস, দৈনিক ডেসটিনির কলকাতা প্রতিনিধি শুভ পাল, কলকাতা দৈনিক প্রয়াগের চিফ রিপোর্টার দীপন ব্যানার্জি প্রমুখ।

এদিন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও বিভিন্ন সম্ভবনা নিয়ে আলাপ করেন শামিম খান।

তিনি বলেন, এখন অনলাইন সাংবাদিকতার যুগ। বাংলানিউজ এখন বাংলাদেশের অনলাইন এক নম্বর নিউজ পোর্টাল। কলকাতা, আগরতলা, শিলচরে আমাদের অনেক পাঠক সংখ্যা বেড়েছে। নিয়মিতভাবেই ভারতের বেশ কয়েকটি বাংলা দৈনিক আমাদের সংবাদ ব্যবহার করে। কলকাতাও তার ব্যতিক্রম নয়।

কলকাতা ব্যুরো চিফ রক্তিম দাশ বলেন, এখানে আমাদের লোকবল কম হলেও ভারতের প্রতিটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা দ্রুত প্রকাশ করতে সম্ভব হই।

এ বিষয়ে তিনি বাংলানিউজের এডিটর ইন চিফ আলামগীর হোসেনের প্রশংসা করে বলেন, তিনিই প্রথম বাংলাদেশে এতটা গুরুত্ব দিয়ে ভারতের সব ধরণের সংবাদ প্রকাশের জন্য বাংলানিউজে দিল্লি ,কলকাতা, আগরতলা শিরোনামে স্বতন্ত্র একটি বিভাগ শুরু করেছিলেন।

ভারতে কোন বাংলায় অনলাইন নিউজ পোর্টাল না থাকার কারণে আমাদের দেশেসহ বিদেশে বসবাসরত ভারতীয় বাঙালিদের কাছে এটি এখন অন্যতম জনপ্রিয়। এর কারণ কলকাতাসহ ভারতের বিভিন্ন সংবাদ তাৎক্ষনিকভাবে পাওয়ার জন্য তারা আমাদের ওয়েবে চোখ রাখেন।

কলকাতা দৈনিক প্রয়াগের চিফ রিপোর্টার দীপন ব্যানার্জি  বলেন, আমাদের কলকাতার দৈনিক সংবাদপত্রগুলো ঢাকায় প্রতিনিধি থাকা সত্তেও আমরা আপনাদের উপর অনেকখানি নির্ভরশীল। ঠিক একইভাবে উত্তরবঙ্গ, শিলচর ও আগরতলা থেকে বের হওয়া বাংলা দৈনিকগুলোকেও সংবাদের জন্য আপনাদের ওপর নির্ভর করতে হয় এটা আমি জানি।

বাংলাদেশ সময় : ১২৫৫ ঘণ্টা, জুন ২০, ২০১২
আরডি/
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।