ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতি প্রার্থী হতে এনসিপি ছাড়লেন পি এ সাংমা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ২০, ২০১২

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ক্ষমতাসীন ইউএপি-২ সরকারের অন্যতম শরিক ন্যাশনাল কংগ্রেস পার্টি(এনসিপি) থেকে পদত্যাগ করলেন লোকসভার সাবেক স্পিকার পূর্ণ অ্যাজিটট (পি এ) সাংমা।

বুধবার এনসিপি প্রধান শারদ পাওয়ারের সঙ্গে দেখা করে পদত্যাগের কথা জানিয়েছেন সাংমা।

এর ফলে তার রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া নিয়ে সংশয় অনেকটাই কেটে গেল বলে মনে করা হচ্ছে।

এর আগে এনসিপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদের দৌঁড় থেকে সরে আসার জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এ জন্য পি এ সাংমার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। না হলে তাকে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

শেষ পর্যন্ত উড়িষ্যার বিজু জনতা দলের নবীন পট্টনায়ক, এআইডিএমকের জয়ললিতার প্রত্যক্ষ মদত এবং তেলেগু দেশম, তৃণমূল কংগ্রেস এবং এনডিএ শিবিরের সম্ভাব্য সমর্থনের অঙ্ক কষে দ্বিতীয়বারের জন্য দল ছাড়ার কথা ঘোষণা করেন ভারতের উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়ের এই আদিবাসী নেতা। যদিও রাজ্যটির তুরা আসন থেকে জেতা তার কন্যা আগাথা সাংমা বর্তমানে ইউপিএ সরকারের প্রতিমন্ত্রী।

অবশ্য রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে এনডিএর ফাটল ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে। তাকে সমর্থনের কথা জানিয়েছে শিবসেনা। শিরোমণি অকালি দল ও জনতা দলের (ইউনাইটেড) সমর্থনও কংগ্রেস প্রার্থীরই দিকে।

এ ইস্যুতে দ্বিধাবিভক্ত বিজেপিও। এ পরিস্থিতিতে বুধবার সন্ধে ৬টায় ফের বৈঠকে বসেছে এনডিএ শিবির। এনডিএর পরবর্তী পদক্ষেপ কি হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

যদিও এনডিএর সূত্রে জানা গেছে, তারা পি এ সাংমাকেই প্রণব মুখার্জি বিরুদ্ধে প্রার্থী করতে চলেছে।

জানা গেছে, রাষ্ট্রপতি পদে পি এ সাংমাকেই সমর্থন করা উচিত বলে মনে করছেন বিজেপির শীর্ষ নেতা আদভানি-সুষমা স্বরাজরা। যদিও পূর্ণ সাংমাকে নিয়ে আরএসএস-কিছুটা দ্বিধান্বিত।

আর বিজেপির অন্য অংশের যুক্তি, পূর্ণ সাংমার চেয়ে প্রণব মুখার্জিকে সমর্থন করাই শ্রেয়। এই অংশের তালিকায় সম্প্রতি উঠে এসেছে দক্ষিণের শক্তিশালী লিঙ্গায়েত নেতা বিএস ইয়েদুরাপ্পার নামও।

ঘনিষ্ঠ মহলে ইয়েদুরাপ্পা বলেছেন, ইউপিএ শরিক এনসিপির সদস্য পি এ সাংমাকে সমর্থন করার চেয়ে প্রধান শরিক কংগ্রেসের প্রার্থী প্রণব মুখোপাধ্যায় অনেক বেশি গ্রহণযোগ্য।

দ্বিতীয়ত, সাংমার দল এনসিপিই তাকে রাষ্ট্রপতি পদে সমর্থন জানায়নি। সেক্ষেত্রে সাংমাকে সমর্থনের প্রস্তাব বিবেচনা করা হলে, এনডিএতে তো বটেই, বিজেপির অন্দরেও উঠবে জোরালো আপত্তি। অবশ্য সাংমাকে সমর্থন করলে ইতিবাচক কিছু প্রাপ্তির সুযোগও রয়েছে বিজেপির সামনে।

সেক্ষেত্রে পুরোনো শরিক বিজু জনতা দলের সঙ্গে সম্পর্ক মেরামতের পথে অনেকটাই এগোনো যাবে। সুযোগ থাকছে এআইএডিএমকের সুপ্রিমো জয়ললিতার সঙ্গে সম্পর্ক ভালো করারও। তবে, তা করতে গিয়ে পুরোনো শরিকদের খোয়ানোর আশঙ্কাও রয়েছে।

দিল্লির রাজনৈতিক মহল মনে করছে, প্রণবের প্রতিদ্বন্দ্বী খুঁজতে গিয়েছে দিশেহারা এনডিএ। একই অবস্থা বিজেপিরও।

এনডিএর জোট শরিক শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের মতে, এনডিএ নেতৃত্ব সিদ্ধান্তহীনতার শিকার। ২০১৪ সালে দিল্লির মসনদ দখল করতে হলে, এনডিএকে ঐক্যবদ্ধভাবে স্থির দিশায় চলতে হবে বলেও মত প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ২০, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।