ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় জঙ্গিদের গোষ্ঠী সংঘর্ষে এক জনের মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুন ২১, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  বৃহস্পতিবার ত্রিপুরার রইস্যাবাড়ী এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক জঙ্গি দলের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশের ধারনা।

রাজ্য পুলিস সদর দপ্তর জানিয়েছে, জঙ্গিদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষেই মৃত্যু হয়েছে এই যুবকের। তবে তার নাম ঠিকানা এখনও জানাতে পারে নি পুলিশ।

ত্রিপুরার সব চেয়ে দূরবর্তী এবং দুর্গম এলাকা রইস্যাবাড়ি। গন্ডাছড়া মহকুমার অন্তর্গত এলাকাটি।

এদিন সকালে হঠাৎ গুলির আওয়াজ শুনতে পান ওই এলাকার মানুষ। রইস্যাবাড়ি এলাকাটি জঙ্গি প্রভাবিত বলে নিরাপত্তারক্ষীরা সব সময় মোতায়েন থাকে সেখানে। গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলের দিকে ছুটে যান নিরাপত্তা রক্ষীরাও।

তারা এলাকায় একটি গুলিবিদ্ধ মৃতদেহ দেখতে পান। বর্তমানে সেটি রাখা আছে গন্ডাছড়া হাসপাতালের মর্গে। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের নিজেদের মধ্যে সংঘর্ষেই মৃত্যু হয়েছে তার।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুন ২১, ২০১২
প্রতিনিধি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।