ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে রাষ্ট্রপতির দৌড়ে আইনজীবী থেকে চানাচুর বিক্রেতা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জুন ২২, ২০১২
ভারতে রাষ্ট্রপতির দৌড়ে আইনজীবী থেকে চানাচুর বিক্রেতা

নয়াদিল্লি: শুধু প্রণব মুখার্জি আর পি এ সাংমা নন, ভারতের রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আইনজীবী, দিল্লির সাবেক জীবনবীমা আধিকারিক, চানাচুর বিক্রেতা, মৎস্য ব্যবসায়ী সবাই আছেন।

গত ১৯ জুন পর্যন্ত আরও ৭ জন রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন বলে ভারতের নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।



ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে গেলে ভারতীয় নাগরিক হওয়ার পাশাপাশি প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ৩৫ বছর। মনোনয়নপত্রের সাথে জামানত রূপে জমা দিতে হয় ১৫ হাজার রুপি। এর সাথে ৫০ জন প্রস্তাবক ও ৫০ জন সেকেন্ডারের সই প্রয়োজন।

ভারতের উপরাষ্ট্রপতি ও জাতিসংঘের মহাসচিব পদে দাঁড়ানোর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার মিত্তাহাল্লি গ্রামের মৎস্য ব্যবসায়ী ৪৩ বছরের মুহম্মদ ইলিয়াস।


রাষ্ট্রপতি নির্বাচনে এবার নিয়ে চতুর্থবারের জন্য দাঁড়াচ্ছেন উত্তরপ্রদেশের বারানসীর আইনজীবী নরেন্দ্রনাথ দুবে আদিগ। ১৯৮৪ সাল থেকে উত্তরপ্রদেশের প্রতিটি লোকসভা ও বিধানসভায় তিনি অংশ নিয়েছেন। একবার না জিতলেও আপসোস নেই তার। দেশ ও জাতিকে অন্যভাবে সেবা করা জন্যই তিনি ভোটে দাঁড়ান বলে জানিয়েছেন তিনি।

গোয়ালিয়ারের ৪৪ বছরে চানাচুর বিক্রেতা আনন্দ সিং কুশওয়াহারের এক্ষেত্রে অনুপ্রেরণা বিজেপির নেতা বিশিষ্ট আইনজীবী রাম জেঠমালানি।

অন্যদিকে,  ওমপ্রকাশ আগরওয়ালের রাষ্ট্রপতি নির্বাচনের দাঁড়ানোর উদ্দেশ্য, হিন্দিকে ভারতের প্রথম ভাষা রুপে তুলে ধরা।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জুন ২২, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।