ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সন্ত্রাসবাদীদের পাতা ফাঁদে পা দেবেন না: ত্রিপুরা পুলিশের বিবৃতি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুন ২২, ২০১২

আগরতলা(ত্রিপুরা): সন্ত্রাসবাদীদের সম্পর্কে রাজ্যের মানুষকে সাবধান করল ত্রিপুরার পুলিশ সদর দপ্তর। রাজ্য পুলিশ সদর দপ্তর থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে ত্রিপুরার জঙ্গি গোষ্ঠী গুলি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। মানুষ যাতে সন্ত্রাসবাদীদের পাতা ফাঁদে পা না দেয় তার জন্য সচেতন থাকার কথা বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের উপজাতি এলাকাগুলোতে সন্ত্রাসবাদীরা উপজাতি যুবকদের নতুন করে দলে নিতে শুরু করেছে। তার জন্য তারা বিভিন্ন ধরনের প্রলোভন দিচ্ছে নিরীহ যুবকদের। এ কাজে জঙ্গিদের সাহায্য করছে পুরানো আত্মসমর্পণকারী জঙ্গিরা।

পুলিশ জানিয়েছে, যুবকদের দলে টানতে টাকাও ছড়ানো হচ্ছে। উপজাতি এলাকাগুলো থেকেই জোর করে টাকা সংগ্রহ করছে জঙ্গিরা।

পাহাড়ি এলাকায় রাষ্ট্র বিরোধী স্লোগান দিচ্ছে তারা। সাধারণ সমস্যাকে পুঁজি করে নিরীহ যুবকদের রাষ্ট্র বিরোধী ভুমিকা নিতে বাধ্য করা হচ্ছে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।       

সাধারণ মানুষ জাতে কোন ভাবেই জঙ্গিদের দ্বারা প্রভাবিত না হয় তার জন্য সচেতন থাকার কথা বলা হয়েছে পুলিশের এ বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জুন ২২, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।