ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা কেন্দ্রীয় কারাগারে কবি প্রণাম অনুষ্ঠান

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, জুন ২৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা): কারাগারের চার দেয়ালের মধ্যেই কাটে তাদের জীবন। জীবনের কোনো এক মুহূর্তে ঘটে যাওয়া ভুলের কারণে তাদের ঠিকানা আজ আগরতলার কেন্দ্রীয় সংশোধনাগার।



সেই পুরানো ভুলকে ভুলে তারা আজ স্বপ্ন দেখছে নতুন করে জীবন গড়ার। নতুন জীবনের দিকে চলা এই সংশোধনাগারের আবাসিকরাই পালন করলেন কবি প্রণাম অনুষ্ঠান।

রবীন্দ্রসঙ্গীত, কবিতা গুঞ্জরিত হলো কারাগারের চার দেয়ালের ভেতর। সব কিছু মিলে তৈরি হলো এক অন্য আবহ।

রাজধানীতে কেন্দ্রীয় কারাগারে শুক্রবার কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করে রবি অনুরাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি পঙ্কজ চক্রবর্ত্তী, কেন্দ্রীয় কারাগারের মুখ্য কল্যাণ আধিকারিক বিজয় কুমার দাস, সংস্থার সম্পাদিকা সঙ্ঘমিত্রা নন্দী।

কবি প্রণাম অনুষ্ঠানে এবছর কারাগার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষায় উত্তীর্ণ কারা আবাসিকদের শুভেচ্ছা জানায় সংস্থার সদস্যরা।

পরে রবি অনুরাগ ও আবাসিকরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

আইজিপি পঙ্কজ চক্রবর্ত্তী এধরনের অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, সংশোধনাগারে যারা বিচারাধীন তাদের পক্ষে বাইরের অনুষ্ঠান উপভোগ করা সম্ভব নয়, তাই চার দেওয়ালের মধ্যে এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত সময় উপযোগী।

জেলখানাকে সংশোধনাগার উল্লেখ করে তিনি বলেন, এখানে জীবনকে নতুন করে চিনতে শেখানো হয়। সে দিক থেকে রবীন্দ্রনাথের মতো ভালো শিক্ষক আর হতে পারে না।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০১২
টিসি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।