ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২৬ জুন মন্ত্রিত্ব ছাড়ছেন প্রণব

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুন ২৩, ২০১২
২৬ জুন মন্ত্রিত্ব ছাড়ছেন প্রণব

কলকাতা: ভারতের সংবিধানের রীতি মেনে আগামী ২৬ জুন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে ইস্তফা দেবেন বলে শনিবার জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএর প্রার্থী প্রণব মুখার্জি।

এদিন বীরভূমের কীর্ণাহারের মিরাটিতে নিজের গ্রামের বাড়িতে পৌঁছে তিনি বললেন, ‘প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় আমি এতদিন মন্ত্রিসভা থেকে ইস্তফা নিতে পারেনি।


 
এর পাশাপাশি, কংগ্রেসের ওয়ার্কিং কমিটি থেকেও দু-এক দিনের মধ্যে ইস্তফা দেবেন বলেও তিনি জানিয়েছেন। এরপর থেকেই তিনি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রচার শুরু করবেন।

এদিন গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কীর্ণাহারের মানুষ তাকে শুভেচ্ছা জানান। তার  বাড়ি থেকে ২০০ মিটার সড়ক পর্যন্ত লালগালিচা বিছিয়ে তাকে সম্মান জানানো হয়ে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশকর্মীরা তাকে গার্ড অব অনার দেয়।

এদিন বক্তব্য রাখতে গিয়ে শৈশব-কৈশোরের স্মৃতির কথাও তুলে ধরেন প্রণব মুখার্জি।

কীর্ণাহারের মিরাটি গ্রামে এখন উৎসবের ছোঁয়া। রাষ্ট্রপতি নির্বাচনের আগে দিদি অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিতেই মিরিটি এসেছেন প্রণব মুখার্জি। পাশাপাশি রথযাত্রা উপলক্ষে পারিবারিক দুর্গাপূজায় প্রতিমার কাঠামো নির্মাণের প্রারম্ভিক আচারে অংশ নেবেন তিনি।

প্রিয় দিদি তাকে দেখতে চেয়েছেন শুনেই অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি কাটছাঁট করেই মিরিটি আসার সিদ্ধান্ত নিয়ে নেন তিনি।

ভাই আসছে। অন্তত একটু চোখের দেখা তো হবে, সেই খুশিতে আত্মহারা দিদিও। প্রণব মুখার্জির আগমন উপলক্ষে নতুন রঙ করা হয়েছে তার মিরিটির বাড়িতে।

রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখার্জির ছবি দিয়ে সাজানো হয়েছে এলাকার প্রধান সড়ক থেকে গলি পর্যন্ত। দীর্ঘদিন পর উৎসাহের বান ডেকেছে জেলার কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যেও। তার মঙ্গল কামনায় শুক্রবার তারাপীঠ মন্দিরে পূজা ও যজ্ঞ করেছেন বীরভূম জেলা কংগ্রেসের নেতৃত্ব।

কীর্ণাহারে তার দিদির সঙ্গে দেখা করে বিকালে বোলপুরে শান্তিনিকেতনে তার বড়ভাইয়ের সঙ্গে দেখা করবেন প্রণব। শনিবার রাতেই কলকাতায় ফিরে রোববার দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুন ২৩, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।