ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রণব বিরোধিতায় সিপিএম নেতা বহিষ্কৃত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ২৩, ২০১২

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি পদে ইউপিএ’র প্রার্থী প্রণব মুখার্জিকে সমর্থনের প্রতিবাদ জানিয়ে শুক্রবার দল থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন সিপিএমের তরুণ নেতা প্রসেনজিৎ বসু৷ উল্টো তাকেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করলো সিপিএম৷

ইতিমধ্যেই প্রণব মুখার্জিকে সমর্থনের প্রশ্নে বিভাজন ঘটেছে ৪ বাম দলের মধ্যে৷ দলীয় নীতির বিরোধী বলে ক্ষোভ প্রকাশ করে শুক্রবার দল থেকে পদত্যাগ করেন প্রকাশ কারাট-ঘনিষ্ঠ প্রসেনজিৎ।

পদত্যাগ পত্রে দলের একাধিক সিদ্ধান্তেরও সমালোচনা করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এই কৃতী ছাত্র।

তিনি উল্লেখ করেন, কংগ্রেসের রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখার্জিকে সমর্থনের যে সিদ্ধান্ত পলিটব্যুরো নিয়েছে, আমি তার বিরোধিতা করছি৷ আমার মনে হয়, এটা বড় ভুল। এতে দলের ক্ষতি হবে৷ প্রভাব পড়বে বাম ঐক্যে৷

তিনি আরও লিখেছেন, দলের শীর্ষ নেতৃত্ব ২০০৭ সাল থেকে একের পর এক ভুল করছে, পশ্চিমবঙ্গে জোর করে জমি অধিগ্রহণ, নন্দীগ্রামে পুলিশের গুলি চালনা, ইউপিএ-১ সরকারকে পরমাণু চুক্তি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনা করতে যেতে দেওয়া, ২০০৯-এ অকংগ্রেসী ধর্মনিরপেক্ষ সরকার গড়ার আহ্বান৷ এরপর দলীয় সম্মেলনে ভুল স্বীকার করা হয়েছে৷ কিন্তু ভুলের জন্য কারও দায় নির্দিষ্ট করা হয়নি এবং ভুল থেকে শিক্ষাও নেওয়া হয়নি৷

সিপিএমের তরফে এদিন জানানো হয়েছে, দলীয় সংবিধানের ৮-এর ২ ধারা অনুযায়ী, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো বক্তব্য থাকলে তা দলের ভেতরেই জানাতে হবে৷ দলের বাইরে ক্ষোভ প্রকাশ করা যাবে না৷ আর তা না মেনেই দলীয় শৃঙ্খলা ভেঙেছেন প্রসেনজিৎ৷

প্রসেনজিৎ বহিষ্কার হলেও এখনও দলের মহিলা সংগঠনের সক্রিয় কর্মী রয়েছেন তার স্ত্রী আলবিনা শাকিল৷

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ২৩, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।