ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কংগ্রেস-তৃণমূলের মিছিলে উত্তপ্ত সিঙ্গুর

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, জুলাই ১, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আর সরকারের জোট শরিক কংগ্রেসের মিছিল আর পাল্টা মিছিলে উত্তপ্ত হল হুগলীর সিঙ্গুর।

সম্প্রতি রাজ্য সরকারের তৈরি সিঙ্গুর জমি আইনকে অবৈধ ঘোষণা করেছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

এ অবস্থায় সিঙ্গুরে নতুন করে আন্দোলন শুরু করেছে শাসক দল।

এদিন বিকেল তিনটায় কামারকুণ্ডু স্টেশনের কাছে ভারতী সঙ্ঘের মাঠ থেকে মিছিল শুরু করে তৃণমূল ছাত্র পরিষদ। সঙ্গে ছিলেন জেলা তৃণমূল নেতারাও।

অন্যদিকে, সিঙ্গুর সমস্যার সুষ্ঠু সমাধানের দাবিতে মিছিলের ডাক দিয়েছিল কংগ্রেসও। সিঙ্গুর নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় নেমে কার্যত জেহাদ ঘোষণা করে কংগ্রেস। সিঙ্গুর ব্লক কংগ্রেসের নেতৃত্বে এ মিছিল হয়।

অনিচ্ছুক কৃষকদের জন্য ২ হাজার রুপি করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু আদৌ
কৃষকেরা সে ভাতা পাবেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে কংগ্রেস।

কংগ্রেসের দাবি, আইনি লড়াইয়ের দীর্ঘসূত্রতার পথে না গিয়ে সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিক সরকার।

একই দিনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে রাজপথে নামায় ফের সরগরম রাজ্যের রাজনীতি। কংগ্রেসের এ পাল্টা মিছিলের ফলে শরিকি সম্পর্ক এবার
কোথায় গিয়ে দাঁড়ায়, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

অন্যদিকে, তৃণমূলের সাবেক জোটশরিক এসইউসি`র পক্ষ থেকে রোববার সিঙ্গুর অভিযান কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।