ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের রাষ্ট্রপতি নির্বাচন

এক প্রার্থীর ১০২ ডিগ্রি, পিএইচডির ১২

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১২

নয়াদিল্লি: ভারতের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জন্য এবার ১০৬টি মনোনয়ন জমা পড়েছে। রাজ্যসভার সচিবালয়ে এসব মনোনয়নপত্র খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

এর মধ্যে ৩৩টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এবার মোট তিনজন নারী প্রার্থী হয়েছেন।

জমা পড়া পত্রগুলো দেখতে গিয়ে সবচেয়ে নজর কেড়েছে একজনের মনোনয়নপত্র। যার শিক্ষাগত যোগ্যতার ডিগ্রিতে তিনি অনায়াসেই বিশ্ব রের্কড করতে পারেন। তিনি হলেন ভারতের অল ইন্ডিয়া রেডিওর অতিরিক্ত ডিজি পি জি সুধাকর।

গত শুক্রবারই তিনি মনোনয়নপত্র পেশ করেছেন। তার মোট ১০২টি ডিগ্রি ও ডিপ্লোমা রয়েছে। রয়েছে ১২টি পিএইচডি। সুধাকরের ৪০টি স্নাতক ডিগ্রি রয়েছে সাংবিধানিক আইন, মানবধিকার আইন ও চিকিৎসা আইনের বিষয়ে।

ভারতের দক্ষিণ অংশে হায়দ্রাবাদ শহরের বাসীন্দা এই মানুষটির স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। তিনি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের সদস্য। বিভিন্ন ভাষায় ২৫০টি বই লিখেছেন। এর মধ্যে আইন সংক্রান্ত বই ৫০টি।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।