ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ দিন আগে সিদ্ধান্ত জানাবেন মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১২

কলকাতা: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের অংশগ্রহণ নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো হলো না।

সোমবার সন্ধ্যায় কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলটির সাংসদ, বিধায়ক ও নেতানেত্রীদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, এই বিষয়ে ভোটগ্রহণের তিনদিন আগে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এর পাশাপাশি ভোট দিলে দলীয় বিধায়ক ও সাংসদরা বিধানসভাতেই ভোট দেবেন।

তৃণমূল সুপ্রিমোর এই সিদ্ধান্তের ফলে কলকাতার রাজনৈতিক মহলের ধারণা, প্রাথমিক অবস্থায় ইউপিএর প্রার্থী পছন্দের তালিকায় না রাখলেও প্রধানমন্ত্রী মনমোহন সিং বা প্রণব মুখার্জি নিজে তৃণমূল নেত্রীর কাছে ব্যক্তিগতভাবে সমর্থন চাইলে তা বিবেচনা করতে পারেন তিনি।

তাছাড়া বর্তমান পরিস্থিতিতে বিজেপির সঙ্গে মিলিতভাবে সাংমাকে সমর্থন দিলে রাজ্যের মুসলিম ভোট হারানোর আশঙ্কা রয়েছে।

অন্যদিক, এক বাঙালির রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন না করাটাও রাজ্যের মানুষের কাছে অন্য বার্তা বহন করতে পারে বলে বেশ কিছু তৃণমূল নেতার ধারণা।

এসব দিক বিবেচনা করেই তৃণমূল নেত্রী তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে রাজনৈতিক মহলের মত।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।