ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা যাচ্ছেন প্রণব মুখার্জি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১২
ত্রিপুরা যাচ্ছেন প্রণব মুখার্জি

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে আসছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখার্জি। আগামী ৭ জুলাই তিনি ত্রিপুরায় আসবেন।



রাষ্ট্রপতি পদে নির্বাচনী প্রচারণার জন্যই ত্রিপুরায় আসছেন তিনি। প্রণব মুখার্জি কেন্দ্রের ইউপিএ জোটের প্রার্থী। বামপন্থী দলগুলোর মধ্যে সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক আগেই জানিয়েছিল, তারা রাষ্ট্রপতি হিসাবে প্রণব মুখার্জিকে সমর্থন করবে। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ত্রিপুরায় সিপিএমের শক্তি সবচেয়ে বেশি। প্রণব মুখার্জি এ রাজ্যে এসে কংগ্রেসের পাশাপাশি তাই বাম নেতাদের সঙ্গেও আলোচনা করবেন বলে জানা গেছে।

প্রণব মুখার্জির বিপক্ষে প্রার্থী হয়েছেন উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দা পি এ সাংমা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।