ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মনমোহনের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সাক্ষাৎ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১২

নয়াদিল্লি: রাজ্য সরকারের আর্থিক দাবি-দাওয়া নিয়ে এবার কেন্দ্রের সঙ্গে সরাসরি কথা বলতে দিল্লিতে গিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এমকে নারায়ণন।

মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে আর্থিক প্যাকেজ নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠক করেন তিনি।



প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭ রেসকোর্স রোডে সংক্ষিপ্ত আলোচনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, বৈঠক ইতিবাচক। রাজ্যের আর্থিক প্যাকেজের ব্যাপারে প্রধানমন্ত্রী সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

ইউপিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখার্জির পদত্যাগের পর এখন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতেই রয়েছে। এ পরিস্থিতিতে সোমবার দিল্লি এসে জিটিএ নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এবং কয়লার রয়্যালিটি থেকে রাজ্যের প্রাপ্য সংক্রান্ত বিষয়ে আলোচনার পর মনমোহনের কাছে আর্থিক প্যাকেজ নিয়ে আলোচনার জন্য যান রাজ্যপাল।

তার আগে বিদায়ী রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান ভারতের সাবেক এ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বিগত বামফ্রন্ট সরকারের আমলে বার বারই কেন্দ্রের কাছে কয়লার বকেয়া রয়্যালিটি বাবদ ৫ হাজার কোটি রুপি দাবি করা হয়েছে।

এবার তীব্র আর্থিক সংকটের মুখে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারও একই পথ বেছে নিতে চলেছে বলে অনুমাণ রাজনৈতিক মহলের।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।