ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রণবের বিরুদ্ধে সই জালের অভিযোগ!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১২

নয়াদিল্লি: লাভজনক পদ থেকে তিনি পদত্যাগ করেননি এই বিতর্কের মধ্যে ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখার্জির বিরুদ্ধে এবার সই জাল করার অভিযোগ আনলো বিজেপি।

বিজেপি নেতা সত্পাল সিং ও অনন্তকুমার অভিযোগ করেন, ভারতীয় পরিসংখ্যান সংস্থার (আইএসআই) চেয়ারম্যান পদ থেকে ইস্তফাপত্রে করা প্রণব মুখার্জির সইটি জাল।



এই নিয়ে আইনি পথে লড়াইয়ের রাস্তাও খতিয়ে দেখছেন বিজেপি নেতৃত্ব। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে কংগ্রেস।

আইএসআইয়ের চেয়ারম্যান পদে থাকাকালীনই রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ করেছেন প্রণব মুখার্জি। সোমবারই এই অভিযোগ এনে তার প্রার্থিতা খারিজ করার দাবি তুলেছিলেন রাষ্ট্রপতি পদে এনডিএর প্রার্থী পিএ সাংমা।

কিন্তু মঙ্গলবারই সেই অভিযোগ খারিজ করে দেন রাজ্যসভার রিটার্নিং অফিসার। কিন্তু নতুন করে সই জালের অভিযোগ তুলে বিজেপি বুঝিয়ে দিল রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কংগ্রেসের সঙ্গে সংঘাতের পথেই যাবে তারা।

মঙ্গলবার প্রণব মুখার্জির তরফে অভিযোগের জবাব দেন তার নির্বাচনী আধিকারিক ও সংসদ বিষয়ক মন্ত্রী পবন বনশল।

তিনি বলেছেন, মনোনয়ন পেশের আগে গত ২০ জুন আইএসআইএর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন প্রণব মুখার্জি। কিন্তু আইএসআই তাদের ওয়েবসাইট আপডেট না করাতেই এই বিভ্রান্তি ছড়ায়। একই কথা বলেছেন প্রণব নিজেও।

তিনি আরও বলেছেন, রাজ্যসভার রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা সম্ভব নয়।

এদিকে, সই বির্তকের পর প্রণব মুখার্জির সম্মানে মধ্যাহ্নভোজে জেলবন্দি বিধায়কদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রচারণায় যাওয়া প্রণব মুখার্জির সম্মানে মঙ্গলবার মধ্যাহ্নভোজনের আয়োজন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। উপস্থিত ছিলেন মুলায়ম সিংহ যাদব এবং অখিলেশ যাদবের মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রী এবং পুলিশের পদস্থ কর্মকর্তারা।

আর সেই সময় উপস্থিত হন উত্তরপ্রদেশের দুই বিতর্কিত বিধায়ক মুক্তার আনসারি এবং বিজয় মিশ্র। দু’জনেই বর্তমানে জেলবন্দি।

বিজয় মিশ্র সমাজবাদী পার্টির এবং মুক্তার আনসারি মউ, কউমি একতা দলের বিধায়ক। শুধুমাত্র বিধানসভার অধিবেশনেই উপস্থিত থাকার অনুমতি আছে এই দু’জনের।

আর তার ফলেই, এই দু’ই জেল বন্দি বিধায়কের তার মধ্যাহ্নভোজে উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। দু’জনেই প্রায় এক ঘণ্টা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
আরডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।