ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার সমর্থন চাইতে কলকাতায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১২
মমতার সমর্থন চাইতে কলকাতায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

কলকাতা: আর মাত্র কয়েকদিন পর ভারতের রাষ্ট্রপতি নির্বাচন। এখনো পরিষ্কার নয় ইউপিএ-২-এর অন্যতম শরিক রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলের অবস্থান।

তাই এবার সমর্থন চাইতে আসরে নেমেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

বৃহস্পতিবার কলকাতায় আসছেন কংগ্রেসের দুই হেভিওয়েট মন্ত্রী স্বরাষ্ট্রপমন্ত্রী পি চিদাম্বরম এবং মানব উন্নয়ন ও টেলিকম মন্ত্রী কপিল সিবাল। তারা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করবেন।

বিশেষসূত্রে খবর, কপিল সিবাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বরফ গলাতেই তার কলকাতায় আসা।

এদিকে, কংগ্রেসের নেতা শাকিল আহমেদ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিধানসভায় কংগ্রেসের বিধায়কদের সঙ্গে আলোচনা করবেন এদিন। বেলা সাড়ে ১২টায় এই সভা হবে।

উল্লেখ্য, মমতা ব্যানার্জি বলেছিলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তিনদিন আগে তিনি তার দলের অবস্থান সম্পর্কে সুনিশ্চিত মতামত জানাবেন।

তার কাছে মোট ভোটের ৪ শতাংশ ভোট আছে। ৮ জুলাই কলকাতায় আসছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখার্জি। কপিল সিবাল-মমতা বৈঠক সফল হলে প্রণব-মমতা বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপটু এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।